ঢাকা : পাঁচদিনের ব্যবধানে দুই বিদেশি নাগরিক হত্যার পর রাজধানীর কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। নামানো হয়েছে বিজিবি। এর আগে গতকাল শুক্রবার বিশেষ বাহিনী সোয়াত নামানো হয়। তারা গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল দেবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেছেন, গুলশান ও বারিধারার বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সোয়াত ও বিজিবি টহল দেবে। তারা মূলত পুলিশকে সহায়তা করবে। যতভাবে নিরাপত্তা দেয়া প্রয়োজন বিদেশিদের দেয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বিজিবি ও সোয়াত ছাড়াও কূটনৈতিক পাড়ায় বাড়ানো হয়েছে গোয়েন্দা পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা।
কূটনৈতিক পাড়ায় বসবাসরত মানুষের নিরাপত্তার জন্য এসব ব্যবস্থা নেয়া হয়েছে।
প্রসঙ্গত, গতকাল বাংলাদেশে পশ্চিমা নাগরিকদের ওপর আবার হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে এ দেশে অবস্থানকারী পশ্চিমা নাগরিকদের সতর্ক করে দিয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর।
ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের ওয়েবসাইটে বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, ‘সন্ত্রাসবাদের বড় ধরনের হুমকি রয়েছে বাংলাদেশে। পশ্চিমাদের ওপর নতুন করে নির্বিচারে হামলা হতে পারে।’
এরপরই কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হলো।
১০ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম