ঢাকা : মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ইতোমধ্যে এ দাবিতে মিছিল, স্মারকলিপি, সমাবেশ, ছাত্র ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করেছে তারা। গতকাল শহীদ মিনারে অবস্থান কর্মসূচি থেকে আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে তারা।
একই সঙ্গে গণজমায়েতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে গতকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ শুরু করেছে তারা।
আন্দোলনরত শিক্ষার্থী ফারিয়া তাবাসসুম জানান, সোমবার (আজ) শহীদ মিনারে ছাত্র-অভিভাবকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে সঙ্গে নিয়ে গণজমায়েত অনুষ্ঠিত হবে। আমরা আশা করব, গণজমায়েত পরবর্তী আমাদের দাবি মেনে নেওয়া হবে।
১২ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ