নিউজ ডেস্ক : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত গোলটেবিল সংলাপে সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ, অধিকার ও নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করার আহবান জানানো হয়েছে ।
সংলাপে গঠিতব্য নির্বাচন কমিশনে একজন যোগ্য সংখ্যালঘু জনগোষ্ঠীর একজন প্রতিনিধি অন্তর্ভুক্তের পাশাপাশি সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সাম্প্রদায়িক সহিংসতার চির অবসান, শাহাবউদ্দিন কমিশন রিপোর্টের সুপারিশ বাস্তবায়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং যুক্ত নির্বাচনের ভিত্তিতে সিটি কর্পোরেশন নির্বাচনের আদলে জাতীয় সংসদে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্যে ৬০টি আসন সংরক্ষণের জোর দাবী জানানো হয়।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আজ সকালে এই গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত হয় । গত বছরের ৪ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে ৭-দফা দাবী গ্রহণের এক বছর পূর্তিতে এই সংলাপের আয়োজন করা হয় ।
ঐক্য পরিষদের অন্যতম সভাপতি মি. হিউবার্ট গোমেজের সভাপতিত্বে সংলাপে অংশ নেন অধ্যাপক ড. অজয় রায়, সাংবাদিক শাহরিয়ার কবির, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য, সাবেক পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমদ, সাংবাদিক খন্দকার মুনিরুজ্জামান, সাংবাদিক সোহরাব হাসান, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য এনামুল হক চৌধুরী, সাবেক রাষ্ট্রদুত শরদিন্দু শেখর চাকমা, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামছুল হুদা, সাবেক সচিব আবদুল মতিন খান, মুক্তিযুদ্ধের সংগঠক আমিনুল ইসলাম বেদু, ড. নিমচন্দ্র ভৌমিক প্রমুখ।
গোলটেবিল সংলাপের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত ‘সংখ্যালঘুদের ৭ দফা : উত্থাপনের এক বছর’ শীর্ষক আলোচনাপত্র উপস্থাপন করেন।
সংলাপে বক্তারা মায়ানমারের রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরে যে জাতিগত সহিংসতা চলছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ ছাড়াও মৌলবাদী আদর্শের ভিত্তিতে টার্গেট করে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে।
তারা মনোজগতের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের উপর জোর গুরুত্ব আরোপ করে বলেন, ধর্মনিরপেক্ষ মানবিক মূল্যবোধের উত্থান ঘটানো ছাড়া আজ আর কোন বিকল্প নেই। রাজনৈতিক নেতৃত্বকে সংখ্যালঘু জনগোষ্ঠীর স্বার্থ, অধিকার ও নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস