রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬, ১০:৫৩:২৮

লাইফ সাপোর্টে ব্যারিস্টার তুরিন আফরোজের বাবা

লাইফ সাপোর্টে ব্যারিস্টার তুরিন আফরোজের বাবা

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজের বাবা তসলিমউদ্দিন আহমেদ (৭২) রাজধানীরএকটি বেসরকারী হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

গত ৩ ডিসেম্বর শনিবার মধ্য রাতে হঠাৎ তিনি ব্রেন স্ট্রোক করেন। এরপর তাকে হাসপাতালে নেয়া হলে আজ তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। ব্যারিস্টার তুরিন আফরোজ চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

চ্যানেল আই অনলাইনের মাধ্যমে ব্যারিস্টার তুরিন আফরোজ তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন ।

তসলিমউদ্দিন আহমেদ বাংলাদেশ সরকারের কর বিভাগের অবসরপ্রাপ্ত ঊর্ধতন একজন কর্মকর্তা ছিলেন। তাদের আদি নিবাস নীলফামারী জেলার জলঢাকা থানার চাওরাডাঙ্গি গ্রামে।
১১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে