নিউজ ডেস্ক: ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আপনারা ভিত্তিহীন সংবাদে কান দেবেন না।
মঙ্গলবার ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন- যে কোনো ব্যক্তির তথ্যের গোপনীয়তা রক্ষা করা আমাদের দায়িত্ব। কোথাও কোনো তালিকা তৈরি করা হচ্ছে না, প্রযুক্তিগতভাবে করা সম্ভবও না।
বাজে সাইট নিয়ন্ত্রণে কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে স্ট্যাটাসে তারানা হালিম লেখেন- তাদের রিপোর্ট এখনো হাতে পেলাম না। কাজেই সকলকে অনুরোধ করি, ভিত্তিহীন সংবাদের উপর নির্ভর করে পোস্ট দেয়া ঠিক না। কারো ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আইনত লঙ্ঘন করা যায় না- করার প্রশ্নই উঠে না। তাই ভিত্তিহীন সংবাদে বিভ্রান্ত হবেন না।
উল্লেখ্য, সোমবার তারা না হালিম বলেছিলেন- বাজে সাইটে প্রবেশকারীদের পরিচয় প্রকাশ করা হবে। তাই পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে বাজে সাইটে প্রবেশে বিরত থাকবে। এছাড়া তিনি বলেন- ইন্টারনেট সেবা দানকারীদেরকে দেশের অভ্যন্তরে পরিচালিত বাজে সাইটগুলো বন্ধ করতে হবে।
‘কিন্তু আন্তর্জাতিক সাইটগুলোর ক্ষেত্রে আমরা এমন একটি কৌশল গ্রহণের উপর গুরুত্ব দিচ্ছি যাতে ওইসব সাইটে প্রবেশকারীদের পরিচয় আমাদের কাছে প্রকাশ পাবে’- একথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাই পরিচয় প্রকাশ হওয়ার ভয়ে বাজে সাইটে প্রবেশে বিরত থাকবে।’
১৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর