মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৩:২৪:০৭

হজরত মোহাম্মদ (সা.) এর পবিত্র জন্মদিনে বিশ্বব্যাপী ছুটির দাবি

হজরত মোহাম্মদ (সা.)  এর পবিত্র জন্মদিনে বিশ্বব্যাপী ছুটির দাবি

নিউজ ডেস্ক: বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা.) এর পবিত্র জন্মদিনে বিশ্বব্যাপী ছুটির দাবি জানিয়েছে বাংলাদেশ জালালী পার্টি।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানায় সংগঠনটি।

বিশ্ব মুসলিমদের উদ্দেশে পার্টির চেয়ারম্যান আহমদ চৌধুরী জালালী বলেন, ‘খ্রিষ্টানরা যিশু খ্রিষ্টের জন্মদিন ক্রিসমাসে সারা বিশ্বে বড় দিনের ছুটি পায়। আর যার খাতিরে পৃথিবী সৃষ্টি হলো প্রাণপ্রিয় বিশ্ব নবী (সা.) এর জন্মদিনে কেন বিশ্বছুটি ঘোষণা করা হবে না। আমরা এ দিনে বিশ্বছুটির দাবি জানাই।’

মানববন্ধনে জালালী পার্টির ভাইস চেয়ারম্যান ফতেউল ইসলাম জালালী,  ইসলাম উদ্দিন, মারাজুল হোসেন, সম্পাদক বার্তা বিচিত্রা নাজিমুদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
১৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে