সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৫:৫৬:৫০

এমপি লিটনের আর ৬ দিন

 এমপি লিটনের আর ৬ দিন

ঢাকা : শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে আহত করার ঘটনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
একইসঙ্গে সাংসদ লিটনকে আগামী ১৮ অক্টোবরের মধ্যে নিম্ন আদালতে আত্মমসর্পণের আদেশ দিয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।

সোমবার দুপুরে এই আদেশ দেন হাইকোর্ট।

গত ২ অক্টোবর সকালে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ি থেকে হাঁটতে বেরুলে দুই পায়ে গুলিবিদ্ধ হয় স্থানীয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)।  
 
এ ঘটনায় সাংসদকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় দুটি মামলা হয়।  ওই দুটি মামলার মধ্যে আহত শিশুর বাবা সাজু মিয়ার করা মামলায় রোববার হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন সাংসদ লিটন।
 
সোমবার সকালে সাংসদের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী মোকছেদুল ইসলাম ও এস এম আরিফুল ইসলাম ওই আবেদন আদালতে জমা দেন।
 
সাংসদের আইনজীবী মোকছেদুল ইসলাম সকালে জানান, আগাম জামিনের বিষয়ে শুনানি শুরু হলে আদালত বেলা ১টায় সাংসদকে হাজির করতে বলেন।
 
এরপর আদালতের নির্ধারিত সময় দুপুর ১টার কিছুক্ষণ আগে হাইকোর্টে হাজির হন সাংসদ লিটন।  পরে শুনানি শেষে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ সাংসদ লিটনের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন।

১২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে