সোমবার, ১২ অক্টোবর, ২০১৫, ০৬:৪৫:২০

যেভাবে পাবেন জবির ‌‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

যেভাবে পাবেন জবির ‌‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল

নিউজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।  সোমবার এ ফল প্রকাশ হয়।  

এ ইউনিটের মোট ৭২০টি আসনের বিপরীতে ৪ হাজার ৫৭৭ জন পরীক্ষার্থী প্রাথমিকভাবে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দফতরের গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বি’ ইউনিটে মোট ৭২০টি আসনের মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৪৮৭টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১৫০টি, বাণিজ্য ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ৮৩টি আসন বরাদ্দ রয়েছে।

‘বি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে মোট ৪০ হাজার ৬৩৫ জন আবেদন করেন।  শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ মোট ১৮টি কেন্দ্রে ওই পরীক্ষায় ৩৭ হাজার ৮১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

উত্তীর্ণ ৪ হাজার ৫৭৭ জন শিক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে ৩ হাজার ১৭০ জন, বিজ্ঞান বিভাগে ৯২৬ জন এবং অন্যান্য শাখার ৪৮১ জন পরীক্ষার্থী রয়েছেন।

উল্লেখ্য ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড এবং ওয়েবসাইট www.jnu.ac.bd এ ঠিকানায় দেয়া হয়েছে।
অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে