নিউজ ডেস্ক : চলে যাচ্ছেন রবার্ট গিবসন, আসছেন অ্যালিসন ব্লেইক বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ব্লেইক। তিনি বর্তমানে পাকিস্তানে উপ হাইকমিশনারের দায়িত্বে রয়েছেন। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী জানুয়ারিতে ঢাকা মিশনের দায়িত্ব নেবেন ব্লেইক।
লন্ডনের বাসিন্দা ব্লেইক পড়াশোনা করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি করার পর লন্ডনে প্রত্নতাত্ত্বিক গবেষণায় যুক্ত ছিলেন তিনি।
অ্যালিসন ব্লেইক ১৯৮৯ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেন।
১২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম