‘নূর হোসেনকে ফেরত আনা সময়ের ব্যাপার মাত্র’
নারায়ণগঞ্জ: বহুল আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামী নূর হোসেনকে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ভারতের সাথে আমাদের বন্দি প্রত্যার্পণ চুক্তি সাক্ষরিত হয়েছে। এখানে সরকারের পক্ষ থেকে আন্তরিকতা বা উদ্যোগের কোন ঘাটতি নেই। নূর হোসেনকে ফিরিয়ে আনা এখন সময়ের ব্যাপার মাত্র।
ওবায়দুল কাদের শুক্রবার বিকেলে মহানগরীর চাষাঢ়া থেকে আদমজী ইপিজেড পর্যন্ত পরিত্যক্ত রেলপথটি সড়ক পথে রূপান্তরের জন্য পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
মন্ত্রী রেলপথটি পরিদর্শন করে সেখান থেকেই এ ব্যাপারে রেলমন্ত্রী মুজিবুল হকের সঙ্গে টেলিফোনে কথা বলেন। কথা শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রেলমন্ত্রী পরিত্যক্ত এই রেলপথটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে হস্তান্তরে রাজি হয়েছেন। কিছু আনুষ্ঠানিকতা শেষে পরিত্যক্ত এই রেলপথটি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রনালয়ে হস্তান্তর হলেই রাস্তা নির্মাণের জন্য দ্রুত উদ্যোগ নেয়া হবে।
ওই সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিনসহ সড়ক ও জনপথের কর্মকর্তারা। - বাসস।
১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ/আসিফ/এআর
�