চার নৈশপ্রহরীকে বেঁধে স্বর্ণের দোকানে ডাকাতি
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড়া বাজারে সাতটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা বাজারের চারজন নৈশপ্রহরীর হাত-পা বেঁধে দোকানগুলোর সিন্দুক ভেঙে ১০ ভরি স্বর্ণ লুট করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, দিঘিরপাড়া বাজারের সাতটি দোকানের মধ্যে ৪টি দোকান থেকে ৮ থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। তিনটি দোকানে কোনো স্বর্ণালঙ্কার ছিল না বলেও জানান তিনি।
খবর পেয়ে রাত ৩টার দিকে টঙ্গিবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ