৮০ বাংলাদেশি হাজী নিখোঁজ
নিজস্ব প্রতিদেক : এখনও ৮০ জন হাজী নিখোঁজ রয়েছেন। মিনায় দুর্ঘনায় নিহত বাংলাদেশি হাজীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। এছাড়া এ বছরের হজে স্বাভাবিক মৃত্যু হয়েছে ১২৫ জন হাজীর। সব মিলিয়ে এ বছর হজে মৃত্যুবরণকারি হাজীর সংখ্যা ২১৯ জন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী এ বছর হজ করতে গিয়ে মিনার দুর্ঘটনাসহ সৌদি আরবে সর্বমোট ২১৯ জন হাজীর মধ্যে এর মধ্যে পুরুষ ১৬২ জন, মহিলা ৫৭ জন। মক্কায় মারা গেছেন ২০৬, মদিনায় নয় ও জেদ্দায় চারজন। মিনার দুর্ঘটনায় মৃত হাজীর সংখ্যা ৯৩ জন। নিখোঁজ রয়েছেন আরো ৮০ জন। ক্রেন দুর্ঘটনায় মারা যান একজন বাংলাদেশি। এ পর্যন্ত স্বাভাবিক মৃত্যু হয়েছে ১২৫ জন হাজীর।
১৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ