মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারী, ২০১৭, ০৬:৪৮:৩৯

বিএনপির সব নাম নিয়ে ইসি গঠিত হলেও তারা মানতো না : কাদের

বিএনপির সব নাম নিয়ে ইসি গঠিত হলেও তারা মানতো না : কাদের

নিউজ ডেস্ক : সমালোচনা বিএনপির পুরনো অভ্যাস। তাদের পুরনো অভ্যাস, সালিশ মানেই তালগাছ আমার। নির্বাচন কমিশনের জন্য বিএনপির প্রস্তাবিত সব নাম নিয়ে ইসি গঠন করা হলেও তারা বলত মানি না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সিভিল ফেস্ট ২০১৭’ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ওবায়দুল কাদের। বিশ্ববিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানের শেষে নবগঠিত নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ আগেও বলেছে, রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেন তার ওপর আওয়ামী লীগের আস্থা আছে। আমাদের সেই অবস্থান বদলায়নি।’

তিনি আরও বলেন, ‘নতুন নির্বাচন কমিশনে বিএনপির প্রস্তাব করা নাম থেকে যেমন একজন নিয়োগ পেয়েছেন, আওয়ামী লীগের প্রস্তাবিত নাম থেকেও তেমন একজনই নিয়োগ পেয়েছেন। তবুও বিএনপির সমালোচনা ছাড়তে পারেনি। এটা তাদের পুরনো অভ্যাস। তারা যেসব নাম প্রস্তাব করেছে তার সবাইকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হলেও বিএনপি বলত, মানি না।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনে বিএনপি অবশ্যই নির্বাচনে যাবে বলে মনে করি। বিএনপির নেতাদের যাদের বুদ্ধিসুদ্ধি আছে, তারা আর কোনও ভুল করবে না। শুনলাম, নতুন সিইসি নুরুল হুদাকে জনতার মঞ্চের লোক বলা হচ্ছে। বিএনপি কি তাহলে জনতার বাইরের লোক?’
০৭ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে