উৎপল রায় : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে সতর্ক ও কৌশলী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সার্চ কমিটির সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়া বিশিষ্টজনেরা। নতুন ইসির বিষয়ে গতকাল মন্তব্য জানতে চাওয়া হলে বিশিষ্টজনদের অনেকেই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। আর যারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তারাও অনেকটা সতর্ক, কৌশলী ও মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
আলাপকালে বিশিষ্টজনরা বলেন, প্রেসিডেন্ট তাঁর এখতিয়ারবলে নতুন ইসি গঠন করেছেন। সার্চ কমিটির সঙ্গে মতবিনিময়ে অংশ নেয়া একাধিক বিশিষ্টজন জানান, নতুন ইসি গঠনে তাদের মতামতের পুরো প্রতিফলন দেখা না গেলেও নতুন সিইসি ও নির্বাচন কমিশনাররা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কাজ করবেন এমন আশাবাদ রয়েছে তাদের।
স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ বলেন, সরকার যাদের ভালো মনে করেছে, তাদেরই এ পদে বসিয়েছে। আর নতুন ইসির জন্য যাদের দায়িত্ব দেয়া হয়েছে ব্যক্তিগতভাবে তাদের অনেককেই আমি চিনি না। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করাও সমীচীন হবে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আশাও করছি না আবার নিরাশও হচ্ছি না। তবে, তারা কাজ করুক, সবাই ভালো করবে এই আশা অন্তত করতে পারি।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ বলেন, সরকার ইসি গঠন করেছে। আমারতো মনে হয় দক্ষ ও অভিজ্ঞতাসম্পন্নদের নিয়েই ইসি গঠন করা হয়েছে। তারা নিজেদের ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ বলেই সরকার তাদের দায়িত্ব দিয়েছে। নতুন ইসি গঠনে বিশিষ্টজনদের মতামতের প্রতিফলন হয়েছে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে প্রধান বিষয়টি নিয়ে তাদের (সার্চ কমিটি) সঙ্গে আলোচনা হয়েছিল তার ব্যতিক্রম আমি খুব একটা দেখছি না। এই ইসি নিয়ে আমি আশাবাদী। আশা করি তারা ভালো করবে।
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আবু হেনা বলেন, যাদের দায়িত্ব দেয়া হয়েছে তাদের ভালো করে চিনি না। তাদের কারও সঙ্গে আমার আলাপ পরিচয়ও হয়নি। তবে, আমি তাদের সাফল্য কামনা করছি। এটি একটি বিরাট দায়িত্ব। নতুন ইসি গঠনে সার্চ কমিটিতে বিশিষ্টজনদের মতামতের প্রতিফলন কতটুকু- এমন প্রশ্নের জবাবে সাবেক এই সিইসি বলেন, আমরা আমাদের মতামত তুলে ধরেছিলাম। তারা (সার্চ কমিটি) নিশ্চয়ই আমাদের মতামতকে বিবেচনায় দিয়েছেন। আশা করছি নতুন সিইসি আমাদের শুধু নয়, পুরো দেশবাসীর প্রত্যাশা পূরণ করবে।
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন বলেন, সার্চ কমিটিতে আমরা আমাদের মতামত দিয়েছিলাম। ইসিতে কি ধরনের ব্যক্তি চাই, সেটি বলেছিলাম। তিনি বলেন, সার্বিক বিচারে আমরা আশাবাদী। দেখা যাক নতুন ইসি তাদের কাজে কর্মে কীভাবে এর প্রতিফলন ঘটাতে পারে।
সুজন (সুশাসনের জন্য নাগরিক) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, একটি বস্তুনিষ্ঠ মানদণ্ডের ভিত্তিতে নতুন ইসি গঠনের জন্য আমরা মতামত দিয়েছিলাম। একই সঙ্গে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশেরও পরামর্শ দিয়েছিলাম। কিন্তু আমাদের মতামতের প্রতিফলন আমরা পুরোটা দেখতে পাইনি। তিনি বলেন, নতুন ইসির জন্য যারা দায়িত্ব পেয়েছেন তারা নতুন কিনা-সে বিষয়ে কোনো বিতর্কে যাব না। কিন্তু ২০ জনের তালিকা এবং যে প্রক্রিয়া, মানদণ্ড ও পদ্ধতিতে তাদের নিয়োগ দেয়া হয়েছে তা অন্তত প্রকাশ করা উচিত ছিল। এত তড়িঘড়ির কোনো প্রয়োজন ছিল না। এ বিষয়ে অন্তত জনগণকে আস্থায় নেয়ার দরকার ছিল। ড. বদিউল আলম মজমুদার বলেন, সবশেষে এটাই বলতে পারি, সবকিছু সময়ের ওপর নির্ভর করছে। এক কথায় সময়ই সবকিছু বলে দেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক (ইমেরিটাস) আবুল কাশেম ফজলুল হক বলেন, সার্চ কমিটি আমাদের মতামত চেয়েছিল। আমরা আমাদের মতামত দিয়েছিলাম। এখন আমাদের মতামতের ভিত্তিতেই যে সবকিছু করতে হবে এমনতো কোনো কথা নেই। রাষ্ট্রপতির একটা ক্ষেত্র রয়েছে। তিনি হয়তো তাদেরকে যোগ্যতর মনে করেছেন। হয়তো খুব বিখ্যাত ব্যক্তিদের না নিয়ে অখ্যাত ব্যক্তিদের মাধ্যমে নতুন ইসি গঠন করা হয়েছে। আর যাদেরকে নেয়া হয়েছে তাদের কর্মজীবনে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এমনও হয়তো নয়। তবে, নতুন ইসি নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করবে, এই আশা করছি।
তিনি বলেন, আওয়ামী লীগ, নতুন ইসি গঠনের পর বিএনপিসহ রাজনৈতিকদলগুলো কি প্রতিক্রিয়া জানায় তার ওপর এই ইসির গ্রহণযোগ্যতা, অগ্রহণযোগ্যতা নির্ভর করবে। তাই রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এমজমিন
০৮ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসবি