বুধবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৭, ১১:১৬:২৩

স্কুলছাত্র আদনান হত্যা: ২ গ্যাংয়ের ৮ সদস্য আটক

স্কুলছাত্র আদনান হত্যা: ২ গ্যাংয়ের ৮ সদস্য আটক

নিউজ ডেস্ক : স্কুলছাত্র আদনান কবীর হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কথিত ডিসকো বয়েজ ও বিগ বস গ্যাং গ্রুপের দলনেতাসহ আট সদস্যকে আট করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রাজধানীর উত্তরা থেকে র‌্যাবের সদস্যরা মঙ্গলবার রাতে তাদের আটক করে। র‌্যাবের পক্ষ থেকে মোবাইলফোনের এসএমএস বার্তায় এ তথ্য জানানো হয়েছে। আজ বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব জানিয়েছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবীরকে খেলার মাঠে পিটিয়ে এবং কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষ। আহতাবস্থায় তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আদনানের বাবা কবীর হোসেন বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
০৮ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে