বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০১৭, ১২:৪৩:২২

মেয়র মিরুসহ ২ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল আওয়ামী লীগ

মেয়র মিরুসহ ২ নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিল আওয়ামী লীগ

পাভেল হায়দার চৌধুরী : সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যার অভিযোগে গ্রেফতার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকে দল থেকে সাময়িক বহিষ্কার  করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ১৫ কার্য দিবসের মধ্যে এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে।

বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক নোটিশে এই আদেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বড়ুয়া বলেন, ‘দলের গঠনতন্ত্রের ৪৬ (ক) অনুচ্ছেদ অনুযায়ী মিরু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে দলের শৃঙ্খলা ভঙ্গে দায়ে কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ১৫ কার্য দিবসের মধ্যে তা জানতে চাওয়া হয়েছে।’

এদিকে আমাদের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, জেলা আওয়ামী লীগে  সহসভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে  মেয়র হালিমুল হক মিরু এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য কে এম নাসির উদ্দিনকে দল থেকে সাময়িক বহিষ্কার  করা হয়েছে। একই সঙ্গে কেন তাদের দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, ১৫ কার্য দিবসের মধ্যে এ বিষয়ে জবাব চাওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পৌর মেয়র হালিমুল হক মিরুর শটগানের গুলিতে দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি শিমুল আহত হন। শাহজাদপুরের দিলরুবা বাস টার্মিনাল থেকে উপজেলা সদর পর্যন্ত রাস্তার কাজ নিয়ে পৌর মেয়র মিরুর ছোট ভাই হাসিবুল ইসলাম পিন্টুর সঙ্গে পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি ভিপি রহিমের শ্যালক ছাত্রনেতা বিজয়ের বিরোধ ছিল। এর জের ধরেই বিজয়কে বেধড়ক মারধর করেন পিন্টু। এতে তার হাত-পা ভেঙে যায়।

এ খবর ছড়িয়ে পড়লে দলের কর্মী-সমর্থক ও বিজয়ের মহল্লা কান্দাপাড়ার লোকজন ক্ষুব্ধ হয়ে দিলরুবা বাস টার্মিনাল এলাকায় গিয়ে মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে অবরোধকারীদের একটি অংশ মনিরামপুর এলাকায় অবস্থিত পৌর মেয়রের বাড়ি ঘিরে ইট-পাটকেল মারতে থাকে। ঘটনাস্থলে সংবাদ সংগ্রহের সময় মেয়রের ছোড়া গুলিতে আহত হন সাংবাদিক শিমুল। আহত অবস্থায় তাকে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার ঢাকায় নেওয়ার পথে দুপুরে মারা যান তিনি।

এ ঘটনায় গত ৫ ফেব্রুয়ারি অভিযুক্ত শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুকে রাজধানীর শ্যামলী থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ গ্রেফতার করেছে মিরুকে। -বাংলা ট্রিবিউন।
০৯ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে