নিউজ ডেস্ক : এক শিক্ষার্থীকে ভর্তি করার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সুপারিশপত্র দিয়েছেন! ওই চিঠি ফ্যাক্সে আসে। আবার সশরীরেও তা নিয়ে হাজির হন এক নারী। ওই নারীর বুকে পরিচয়পত্র ঝোলানো। সেখানে লেখা আছে, ‘মোছা: হাছিনা বেগম, পদবী : বাবুর্চি, কর্মস্থল : গণ ভবন ও বাস ভবন’।
শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক নারী শিক্ষার্থীর ভর্তির নির্দেশনা সম্বলিত একটি চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাক্ষর জাল করার অপরাধে পুলিশ রোববার এক মহিলাকে গ্রেফতার করেছে।
শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বাক্ষর জাল করার জন্য আমরা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এক মহিলাকে আটক করেছি।’
এ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, গত মাসে এক মধ্যবয়সী নারী নিজেকে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের বাবুর্চি পরিচয় দিয়ে ঐ ছাত্রীর ভর্তির আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীর নকল চিঠির প্যাডে তার স্বাক্ষর জাল করে একটি চিঠি ফ্যাক্স করে ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের কাছে পাঠান।
বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানান, সন্দেহ হলে কর্তৃপক্ষ গণভবনের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন চিঠিটি নকল। ওই ছাত্রীকে ভর্তির জন্য মহিলা বিশ্ববিদ্যালয়ে এলে আমরা পুলিশ ডাকি।’
ওই চিঠিতে বলা হয়, উল্লেখিত ছাত্রী প্রধানমন্ত্রীর ‘ঘনিষ্ঠ আত্মীয়’ এবং এতে ‘বিশেষ কোটায়’ তাকে ভর্তি করতে কর্তৃপক্ষকে ‘নির্দেশ’ দেয়া হয়েছে। গত বছরের মধ্য ডিসেম্বরে এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং গত মাসে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে।
১২ ফেব্রুয়ারি,২০১৭/এমটিনিউজ২৪/এসএস