সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭, ১০:৫২:৩৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৩ কর্মকর্তাকে গ্রেফতার করল দুদক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ৩ কর্মকর্তাকে গ্রেফতার করল দুদক

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকা  থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামানসহ তিনজনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক)। গ্রেফতারকৃত বাকি দুজন হলেন সহকারী রেজিস্ট্রার মো. সিদ্দিকুর রহমান, সহকারী পরিচালক মো. মোফাজ্জল হুসাইন।

সোমবার দুদকের উপ-পরিচালক মোর্শেদ আলমের নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার করে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা শর্তেও জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া বিভিন্ন শ্রেণির কর্মকর্তা- কর্মচারীদের সিলেকশন গ্রেড দিয়ে ১ কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করে দুদুক। মামলাটি তদন্ত করছেন দুদকের উপ-পরিচালক ফজলুল বারী।
১৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে