সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭, ০৯:৫০:১০

‘ভ্যালেন্টাইন ডে’ বেহায়া দিবস: চরমোনাই পীর

‘ভ্যালেন্টাইন ডে’ বেহায়া দিবস: চরমোনাই পীর

ঢাকা: ১৪ ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস অথ্যাৎ ‘ভ্যালেন্টাইন ডে’-কে বেহায়া দিবস বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

সোমবার গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এমন কথাই উল্লেখ্য করেছেন। চরমোনাই পীর বিবৃতিতে বলেন, ইসলামবিরোধী শক্তিগুলো মুসলিম যুব সমাজকে নৈতিকতাহীন করতেই বিভিন্ন দিবসের জন্ম দিয়েছে। ভ্যালেন্টাইন তেমনই একটি দিবস।

এ দিবসের অন্তরালে মুসলিম তরুণ-তরুণীদের ঘর থেকে বের করে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত করা হচ্ছে। ৯২ ভাগ মুসলমানের চিন্তা-চেতনাবিরোধী বেহায়া দিবসকে কঠোর হস্তে দমন করতে না পারলে, নৈতিকতা সম্পন্ন ও আদর্শিক যুবসমাজ তৈরি না হলে, ভবিষ্যৎ নেতৃত্ব হবে নৈতিকতা বিবর্জিত। আর এধরনের নেতৃত্ব দিয়ে দেশে কখনও ভালো কাজ হবে না।

বিবৃতিতে বলা হয়, বিভিন্ন বেহায়া দিবস ও অপসংস্কৃতির ধারক-বাহকদেরকে বয়কট করতে হবে এবং যে সকল মিডিয়া অপসংস্কৃতির জন্ম দেয়, তা বন্ধ করতে হবে।
১৩ ফেব্রুয়ারী ২০১৭/এমটি নিউজ২৪/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে