সালমা বেগম : রাজনীতিতে দৃশ্যত নারীর জয়জয়কার। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন, স্পিকার সব শীর্ষ পদেই নারী। কিন্তু সত্যিই কি রাজনীতিতে নারীর অংশগ্রহণ বেড়েছে। এতে তাদের ভূমিকাইবা বেড়েছে কতটা। নাকি যে তিমিরে ছিল সে তিমিরেই রয়েছে নারীর অবস্থান। রাজনীতিতে কোথায় দাঁড়িয়ে নারী।
এ প্রসঙ্গে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে নারীদের সংখ্যা অনেক বেড়েছে। তৃণমূল পর্যায়েও আমরা নারীর অংশগ্রহণ দেখতে পাচ্ছি। কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়ের পর নারীদের থেমেও যেতে হচ্ছে। বিশেষ করে নীতিনির্ধারণের জায়গায় নারীদের সুযোগ দেয়া হচ্ছে না। তৃণমূলের রাজনীতিতে নারীরা কাজ করলেও যোগ্যতার ভিত্তিতে সুযোগ দেয়া হচ্ছে না।
তিনি বলেন, যদিও এটা ভাবা হয় অন্য সব সেক্টরের তুলনায় রাজনীতিতে বেশি সময় দিতে হয়। কিন্তু অনেক নারীর পক্ষেই সেটা সম্ভব নয় বলে তারা সুযোগ পাচ্ছেন না। এটা আমি মনে করছি না। আমার মতে, কোনো কোনো ক্ষেত্রে নারীরা পুরুষের তুলনায় অনেক বেশি কাজ করলেও নারীদের কাজের সঠিক মূল্যায়ন হচ্ছে না। যেসব নারী রাজনীতির বাইরে অন্যান্য সেক্টরে কর্মরত তারা কিন্তু ঘরে বাইরে সমানভাবেই কাজ করছেন। আমাদের দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতা নারী হলেও এটাই সত্যি নারীরা রাজনীতিতে সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। তৃণমূল থেকে শুরু করে সবক্ষেত্রেই নারীর প্রতিনিধিত্ব অনেক বাড়ানো দরকার বলে মনে করেন শামা ওবায়েদ।
১৪ ফেব্রুয়ারি, ২০১৭/এমটি নিউজ২৪/এসবি