নিউজ ডেস্ক : সুপ্রিম কোর্টের সামনে থেকে মূর্তি সরাতে প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর হেফাজতের সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমীর নেতৃত্বে প্রতিনিধি দল ওই স্মারকলিপি দেয়।
সুপ্রিমকোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রসাশন) সাব্বির ফয়েজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তারা স্মারকলিপি জমা দিয়ে গেছে। আমরা হাতে পেয়েছি।’
প্রথমে প্রধান বিচারপতি এসকে সিনহা ও পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয় হেফাজত।
এ প্রসঙ্গে হেফাজত ঢাকা মহানগরের সভাপতি মাওলানা নূর হোসেন কাসেমী বলেন, ‘আমরা স্মারকলিপি দিয়েছি। আশা করছি সরকার জাতীয় ইদগাহের পাশে কোর্ট প্রাঙ্গন থেকে মূর্তি সরাবে। না সরলে দেশবাসীকে সঙ্গে নিয়ে মাঠে নামতে বাধ্য হবো।’
১৩ ফেব্রুয়ারী, ২০১৭/এমটিনিউজ২৪/সৈকত/এমএম