বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০১৭, ০১:৩৫:৩৮

‘বিএনপি না জানিয়ে চুক্তি করেছিল, আওয়ামী লীগ জানিয়েই করবে’

‘বিএনপি না জানিয়ে চুক্তি করেছিল, আওয়ামী লীগ জানিয়েই করবে’

আকতারুজ্জামান : সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির বলেছেন, ‘২০০২ সালে বিএনপি যখন চীনের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছিল, তখন আওয়ামী লীগসহ অন্যদের জানায়নি। আমরা জনগণকে স্পষ্টভাবে জানিয়েই করব। বিএনপি সরকার যেটা করেনি, আমরা সেটা করব। এ নিয়ে লুকোচুরির কোনো প্রশ্নই ওঠে না।’

প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে এসব কথা বলেন তিনি। এ কূটনীতিক বলেন, ‘২০০২ সালে আওয়ামী লীগ তো এমন তর্কে যায়নি যে জানাতে হবে সব। এখন এসব বিষয় আসছে কেন? প্রতিরক্ষার ক্ষেত্রে ভারত আমাদের সঙ্গে সব সময় ছিল, আছে, পরেও থাকবে। আমাদের সঙ্গে চীন আছে, ভারতও থাকবে। এ ক্ষেত্রে তো কোনো ক্ষতি নেই। বিএনপি আর কিছু না পেয়ে এখন এসব প্রশ্ন তুলছে। ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলন হয়ে গেল। এটি গত ৪৫ বছরে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম সম্মেলন। এখানে তারা খুশি হয়নি। আসলেই বিএনপি বাংলাদেশ নালিশ পার্টি হয়েছে।’

প্রধানমন্ত্রীর ভারত সফর সম্পর্কে সরকার দলের এ উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, সফর গুরুত্বপূর্ণ এ কারণে যে, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু ইস্যু রয়েছে, যেগুলো এখনো সমাধান হয়নি। সহযোগিতার মাধ্যমে সেসব সমাধানের সম্ভাবনা আছে। তিস্তা ছাড়াও ৫৭টি নদীর মধ্যে ৫৪টি নদী ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। এই নদীগুলোর অনেকগুলো থেকে পানি খুবই কম আসছে। তিস্তা এর মধ্যে উল্লেখযোগ্য। এসব সমস্যার কীভাবে সমাধান করা যায় সে বিষয়গুলোও সামনে আসতে পারে।

তিনি বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিরাট একটি ঘাটতি রয়েছে। ভারতের কাছে প্রতিবছর প্রায় সাড়ে ৫০০ ডলারের জিনিসপত্র ক্রয় করি আমরা। কিন্তু তারা বাংলাদেশের কাছে ৫৫ ডলারের জিনিস কেনে। এসব বিষয়ে আলোচনা করে কীভাবে শুল্ক বাধা ও অশুল্ক বাধা দূর করা যায় সে আলোচনাও হওয়া দরকার। অবকাঠামোগত ক্ষেত্রেও নানা দিক, যেমন রেললাইন মেরামত করা, বৃদ্ধি করা, পোর্টগুলো সমৃদ্ধ করা ইত্যাদি ক্ষেত্রে সমঝোতা হলে দেশ এগিয়ে যাবে। বেসরকারি অর্থনৈতিক জোন করে সেখানে বিনিয়োগ বাড়ানো গেলে দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। দেশে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করলে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। ’

মোহাম্মদ জমির বলেন, ‘এ কথা নিশ্চিত হয়েই বলা যেতে পারে যে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের কোনো ক্ষতি হবে না। আইসিটি, নিউক্লিয়ার এনার্জি, স্যাটেলাইটসহ বিভিন্ন সেক্টরে ভারত আমাদের সহযোগিতা করতে পারে। প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে যদি বিনিয়োগ প্রসারিত হয়, বাণিজ্য ব্যবস্থার ঘাটতি যদি মেটাতে পারি, তবে সেটা গুরুত্বপূর্ণ।’ -বিডি প্রতিদিন
০৬ এপ্রিল ২০১৭/এমটি নিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে