নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছে বিএনপি।
মঙ্গলবার বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ উকিল নোটিশ পাঠান। যা নিচে তুলে ধরা হলো-
দুই পৃষ্ঠার উকিল নোটিশে মোট ৫ টি বিষয় উল্লেখ করে মাহবুব উদ্দিন খোকন বলেছেন,
১) বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিন তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। বিরোধী দলের নেতা হিসেবে দুই বার নির্বাচিত হন। তিনি দেশের বৃহত্তম ও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন। তার প্রয়াত স্বামী শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) বাংলাদেশের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের মুক্তিসংগ্রামের একজন সেক্টর কমান্ডার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদানে স্বীকৃত স্বরূপ তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত হয়। আরো উল্লেখযোগ্য বিভিন্ন উপাধিতে তাকে ভূষিত করা হয়।
২) গত ৭ ডিসেম্বর ২০১৭, গণভবনে অনুষ্ঠিত মিডিয়া ব্রিফিংকালে আপনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু মানহানিকর বিবৃতি দিয়েছেন যা ইলেকট্রনিক মিডিয়া সমপ্রচারিত হয়েছে এবং সকল দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকা এবং অনেক সামাজিক মিডিয়া আউটলেটে মুদ্রিত ও প্রচারিত হয়েছে।
৩) উক্ত মিডিয়ায় ব্রিফিংকালে আপনি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কিছু মিথ্যা এবং বিদ্বেষপরায়ণ বিবৃতি দিয়েছেন; আপনি বলেছেন যে সৌদি আরবে বেগম খালেদা জিয়া একটি শপিং মলের মালিক এবং সেখানে তাঁর বিপুল সম্পদ রয়েছে এবং তিনি মানি-লন্ডারিং এর সাথে জড়িত। আপনি তার পুত্রদের সম্পর্কেও কিছু মিথ্যা উক্তি করেছেন।
৪)আপনি বেগম খালেদা জিয়াও তাঁর পুত্রদের সম্পর্কে যে অভিযোগ এনেছেন তা সাজানো, বানানো, উদ্দেশ্য প্রণোদিত এবং বিদ্বেষমূলক। বাংলাদেশের নিদোর্ষ ও পরিচ্ছন্ন ভাবমুর্তি সম্পন্ন সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে বেগম খালেদা জিয়ার সুনাম বিনষ্ট করার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভাবে আপনি এসব অভিযোগ এনেছেন। আপনার এই মিথ্যা, উদ্দেশ্য-প্রণোদিত এবং বিদ্বেষপূর্ণ বিবৃতি বাংলাদেশের মানুষ ও বিশ্ব জনের কাছে তাঁর ভাবমূর্তিকে খাটো করার অভিসন্ধিতে তৈরি। বেগম খালেদা জিয়াও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আপনার এই মিথ্যা অভিযোগ তাঁর প্রতি অবমাননাও ঘৃণার সৃষ্টি এবং তাকে হাস্যকর করার উদ্দেশ্যে করা হয়েছে।
৫) বেগম খালেদা জিয়াও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে আপনার এই অপবাদমূলক দীর্ঘ বিবৃতি পরিকল্পিতভাবে তাঁর রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করার জন্য এবং আপনার রাজনৈতিক সুবিধা লাভের হীন উদ্দেশ্যে ডিজাইন করা হয়েছে। আপনার এই বেপরোয়া ও বিদ্বেষপূর্ণ কদুক্তি একাধারে পরনিন্দা, অপবাদ, গ্লানিপূর্ণ ও মানহানিকর; যা বেগম খালেদা জিয়ার সর্বোচ্চ সুনাম, সম্মান, সততা ও মর্যাদাকে বিনষ্ট করার ও দেশে ও বিদেশে তাঁকে সামাজিক ও রাজনৈতিকভাবে খাটো করার হীন উদ্দেশ্যে করা হয়েছে। এই মানহানিকর বিবৃতির কারণে অপূরণীয় লোকসান ও ক্ষতি হয়েছে যার জন্য আইনত আপনি দায়ী।
আইনি নোটিশের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বেগম খালেদা জিয়ার নিকট নিঃশর্ত ক্ষমা প্রার্থণা করার আহ্বান করা হয়েছে এবং উক্ত ক্ষমা নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে দেশের সকল গণমাধ্যমে প্রচারের আহ্বান জানানো হয়েছে, অনথায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণের নির্দেশ রয়েছে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস