নিউজ ডেস্ক: দেশের স্বাস্থ্য সেবার সার্বিক উন্নয়নে ফিজিওথেরাপি চিকিৎসকদের অন্য স্বাস্থ্য পেশাজীবীদের মতো সমান গুরত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ।
রাজধানীতে পুনর্বাসন চিকিৎসা নিয়ে আলোচনায় তাদের জন্য নিয়ন্ত্রণ কাউন্সিল গঠনেরও আহ্বান জানান তিনি। দ্রুত এসব বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী।
অনুষ্ঠানে বলা হয়, দেশের ১০ শতাংশ মানুষ নানা ধরনের প্রতিবন্ধিতায় আক্রান্ত। এদের একটি বড় অংশ এবং বিভিন্ন দুর্ঘটনায় আহতদেরও পুরোপুরি সুস্থতার জন্য ফিজিওথেরাপির প্রয়োজন হয়। প্রতিবন্ধিতায় আক্রান্ত ১ কোটি ৬০ লাখ মানুষের জন্য দেশে আছেন ১ হাজার ৬শ’ রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক।
মূল প্রবন্ধে ফিজিওথোপির গুরুত্ব তুলে ধরে ফিজিওথেরাপি চিকিৎসকদেরও গুরুত্ব দেয়ার আহ্বান জানান বিশ্ব স্বাস্থ্য সংস্থার শুভেচ্ছা দূত সায়মা ওয়াজেদ।
অল্প সংখ্যক সরকারি হাসপাতালে টেকনিশান দিয়ে ফিজিওথেরাপি দেয়া হলেও এখন পর্যন্ত ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ দেয়া হয়নি। তবে আশ্বাস দিলেন স্বাস্থ্য মন্ত্রী।
বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের সভাপতি নাসিরুল ইসলামের সভাপতিত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা ফিজিওথেরাপি চিকিৎসার অগ্রগতির চিত্র তুলে ধরেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস