বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:৫৭:৪৪

চট্টগ্রামে গেলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে গেলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে (বিএমএ) পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেনাবাহিনীর ৭৫তম বিএম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণের জন্য তিনি বুধবার বেলা ১১টার পর সেখানে পৌঁছান।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মশিউদ্দৌলা রেজা সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি বেলা ১১টা ৫ মিনিটে বিএমএতে সরাসরি অবতরণ করেছে। এরপর প্রধানমন্ত্রী নির্ধারিত কর্মসূচিতে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী গত রোববারও চট্টগ্রাম এসেছিলেন। সেদিন তিনি বাংলাদেশ নেভাল একাডেমিতে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ ২০১৭-এ অংশ নিয়েছিলেন। এছাড়া ওই দিন বিকেলে চট্টগ্রামের প্রয়াত মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর দুই নম্বর গেটের চশমাহিল বাসভবনে গিয়েছিলেন।
২৭ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে