নিউজ ডেস্ক: বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রথম তিন বছর মেয়াদী লং কোর্সের ক্যাডেটরা তাদের প্রশিক্ষণ শেষ করেছেন। তারা সেনাবাহিনীর লেফটেন্যান্ট হিসেবে কর্মজীবন শুরু করছেন।
রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্যাডেটদের কমিশনলাভের সময়কাল ২ বছর থেকে ৩ বছরে উন্নীত করা হয়েছে। এই প্রথমবারের মত ক্যাডেটরা একেবারে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করতে যাচ্ছে।
তিনি বলেন, একটি প্রশিক্ষিত ও আধুনিক সেনাবাহিনী গঠনে এ উদ্যোগ যুগান্তকারী ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি।
বাংলাদেশ মিলিটারি একাডেমিকে একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিতে পরিণত করার লক্ষ্যে তার সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধামন্ত্রী বলেন, এখানে ইতোমধ্যে ক্যাডেটদের ইনডোর প্রশিক্ষণের সকল প্রকার অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। বর্তমানে এ একাডেমিতে বিভিন্ন বিষয়ে ৪-বছর মেয়াদি অনার্স ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রি চালু করা হয়েছে।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস