বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৮:২৯:৫২

সোর্ড অফ অনার ও গোল্ড মেডেল দুটিই সাদমানের

সোর্ড অফ অনার ও গোল্ড মেডেল দুটিই সাদমানের

নিউজ ডেস্ক: বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৫তম বিএমএ লং কোর্সে সেরা নৈপুণ্যের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ‘সোর্ড অব অনার’ লাভ করেছেন ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার সাদমানুর রহমান।

মিলিটারি বিষয়ে সর্ব্বোচ্চ মান অর্জন করায় ‘আর্মি চিফ গোল্ড মেডেল’ও লাভ করেন সাদমানুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির ৭৫তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

দিনের কুচকাওয়াজের মধ্যদিয়ে ৩৫০ জন ক্যাডেট কমিশন লাভ করেন। তাদের মধ্যে ৩৪৩ জন বাংলাদেশী, ৫ জন ফিলিস্তিনী এবং ২ জন শ্রীলঙ্কান।

নতুন ক্যাডেটদের কমিশন লাভের সময় সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী একটি খোলা জিপে করে সুসজ্জিত প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। তিনি বিশেষ কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পাসিং আউট ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মুহম্মদ শফিউল হক এবং বিএমএ কমান্ড্যান্ট মেজর জেনারেল সাইফুল আলম সেসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে