বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ০৮:৫৮:১৭

আমরা মাথা উঁচু করে চলতে চাই: প্রধানমন্ত্রী

আমরা মাথা উঁচু করে চলতে চাই: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ মিলিটারি একাডেমিকে (বিএমএ) বিশ্বমানের হিসেবে গড়ে তুলতে চাই। এর মাধ্যমে প্রশিক্ষিত ও আধুনিক সেনাবাহিনী বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা মাথা উঁচু করে চলতে চাই।’
 
বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএমএতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন শেষে নিজ ভাষণে তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী জনগণের অবিচ্ছেদ্য অংশ। সেনাবাহিনীকে সব সময় জনগণের পাশে দাঁড়াতে হবে।
 
বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর ক্যাডেটদের ভূমিকার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তোমরা দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকবে। সিনিয়রদের নির্দেশ মেনে চলবে।’
 
এ সময় তিনি রোহিঙ্গা ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে তাদের ধন্যবাদ জানান।
 
২০২১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।
 
এর আগে বুধবার সকালে তিনি হেলিকপ্টারযোগে বিএমএতে এসে পৌঁছান। দুপুর ১২টার সময় রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর ৭৫তম বিএম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে