বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭, ১০:২৩:৪৬

টিকিট ছাড়া ট্রেনে যাত্রা, ১ লাখ টাকা জরিমানা আদায়

টিকিট ছাড়া ট্রেনে যাত্রা, ১ লাখ টাকা জরিমানা আদায়

নিউজ ডেস্ক: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৩০০ যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে পাবনার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় কর্তৃপক্ষ। এ সময় ৩০০ জনের কাছ ১ লাখ ৩ হাজার ৩০০ টাকা আদায় করা হয়।

বুধবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ৫টি রুটের যাত্রীবাহী ট্রেনে এ অভিযান চালানো হয়।

পাকশি বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী জানান, পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ৫টি রেলরুটের স্টেশনের ওপর দিয়ে যাওয়া রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৫৪নং সিল্কসিটি এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭৬৯ নং ধুমকেতু এক্সপ্রেস, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭০৫ নং একতা এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী ৭৬৫নং নীলসাগর এক্সপ্রেস, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭১৫নং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়।

অভিযানে পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামীল মোহসীর নেতৃত্বে, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান, সহকারী সংকেত ও টেলিকম প্রকৌশলী রুবায়েত শরীফ, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল হালিম, টিকিট পরিদর্শক মেহেদী হাসান প্রমুখ অভিযান পরিচালনা করেন।

এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৫টি রুটে ৩০০ যাত্রীর কাছ থেকে ১ লাখ ৩ হাজার ৩০০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয় বলে এ কর্মকর্তা জানান।
এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে