নিউজ ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন চলে। মামলার তারিখ অনুযায়ী গত মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী আবদুর রেজ্জাক খান।
এদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আদালতে মামলার কার্যক্রম চলে। দুপুর ১টা ১৮ মিনিটের দিকে এক ঘণ্টার জন্য বিরতি দেন আদালত।
এরপর আদালতের ভেতরেই ছোট্ট একটি রুমে বিশ্রাম নেন খালেদা জিয়া। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেন, বিরতির সময় খালেদা জিয়া জোহরের নামাজ আদায় করেন।
এরপর তিনি এক কাপ রঙ চা পান করেছেন। কোনো খাবার খাননি তিনি। এ সময় আদালতের এজলাসে অন্য আইনজীবীদেরও দুপুরের খাবার খেতে দেখা যায়।
এরপর বিরতি শেষে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আবার আদালতের কার্যক্রম শুরু হয়। তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থান শেষ হলে বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে খালেদা জিয়া আদালত প্রাঙ্গণ ছেড়ে যান। এ দীর্ঘ সময়ে তিনি এক কাপ রঙ চা ছাড়া আর কিছুই খাননি।
এদিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, এ মামলায় কোনো সারবত্তা নেই। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা।
এ মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো প্রকার সাক্ষ্য নেই। তিনি এ ট্রাস্টের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন তাও প্রমাণিত নয়। আমরা আশা করছি, এ মামলায় তিনি খালাস পাবেন।
আদালতে ৩২ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তারা কেউই বলেননি খালেদা জিয়া এ মামলার সঙ্গে সম্পৃক্ত। এর আগে চলতি বছরের ২০ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন আবদুর রেজ্জাক খান।
এরও আগে ১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ সব আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আসামিদের সর্বোচ্চ শাসি্ত দাবি করে দুদক প্রসিকিউশন।
খালেদা জিয়ার হাজিরা উপলক্ষে এদিনও আদালত চত্বরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়। আদালতের প্রবেশমুখেই ছিল আর্চওয়ে। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এ ছাড়া আদালত প্রাঙ্গণে এসি প্রিজনভ্যানও লক্ষ করা গেছে। এদিন আদালতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আবদুল আউয়াল মিন্টু, রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস প্রমুখ।
এ ছাড়া খালেদা জিয়ার আইনজীবী হিসেবে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, এজে মোহাম্মদ আলী, এএম মাহবুব উদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদারসহ শতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
জিয়া অরফানেজ ট্রাস্টের নামে এতিমদের জন্য বিদেশ থেকে আসা দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় প্রথম মামলাটি করা হয়।
আর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় দ্বিতীয় মামলাটিও করে দুদক।
২৮ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর