বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭, ০৩:২১:৩৩

যেসব ডাক্তারদের কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী

যেসব ডাক্তারদের কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: জেলা বা উপজেলায় যারা সরকারী চাকরি পেয়ে সেখানে যান না, তাদের আর সুযোগ  দেয়া হবে না।  সরকারি চাকরি করতে ভালো না লাগলে ছেড়ে দিন।  ঢাকায় প্রাইভেটে বসে টাকা  ইনকাম করেন।  আর সুযোগ দেয়া হবে না।  এবার তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব বাজেটের অর্থ দ্বারা সংগৃহীত সরকারি অ্যাম্বুলেন্স বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগেও যারা জেলা কিংবা উপজেলায় নিয়োগ পেয়ে কোন না কোন বাহানায় কর্মস্থলে যান না তাদের হুঁশিয়ারি দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।  তবে অবস্থার উন্নতি হয়নি কোন।  এবার তাই কঠোর হওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  আমরা যে ডাক্তারকে নিয়োগ দিচ্ছি বিভিন্ন উপজেলায়, সেই না থেকে চলে আসে।  কোন না কোন কায়দা করে ঢাকায় এসে প্রাইভেটে বসে থাকে।  যদি এভাবে কেউ চলে আসে তাহলে তো তার সরকারি চাকরি দরকার নেই।  

ঢাকায় প্রাইভেটে প্রাকটিস করলেই তো অনেক টাকা পাবে।  তারা তাহলে বাড়ি চলে যাক।  আমরা তাদের জায়গায় নতুন নিয়োগ দিব।  
২৮ ডিসেম্বর ২০১৭/এমটিনিউজ২৪.কম/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে