বুধবার, ১৮ নভেম্বর, ২০১৫, ০৪:২১:২১

জঙ্গিদের তথ্য আদান প্রদান করবে বাংলাদেশ-ভারত

জঙ্গিদের তথ্য আদান প্রদান করবে বাংলাদেশ-ভারত

নিউজ ডেস্ক: দ্বিপাক্ষিক সমঝোতা ও গোয়েন্দা তথ্য আদানপ্রদানের মাধ্যমে সন্ত্রাসী তৎপরতা মোকাবেলায় একমত হয়েছে ভারত ও বাংলাদেশ। তাই জঙ্গিদের সম্পর্কে কোন তথ্য পাওয়া মাত্রই তা বাংলাদেশকে জানাবে ভারত। । সচিব পর্যায়ের বৈঠকে এ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রসচিব রাজিব মেহরিশির সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব মোজাম্মেল হক খান সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, 'তারা (ভারত) জঙ্গিবাদ নিয়ে যে কোন তথ্য পাওয়া মাত্র তা আমাদেরকে জানানোর কথা নিশ্চিত করেছেন। দ্বিপাক্ষিক সমঝোতা ও গোয়েন্দা তথ্য বিনিময়ের মাধ্যমে আমরা সন্ত্রাসবাদ নির্মূল করবো।' সীমান্তে বাংলাদেশি নাগরিকদের ওপর বিএসএফের হামলা বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় ছিল বলেও জানান স্বরাষ্ট্রসচিব। দুই পক্ষই সীমান্তে হামলার ঘটনা শূন্যে নামিয়ে আনতে একমত হয়েছেন। অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তর করায় বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে ভারত।- ইন্ডিয়ান এক্সপ্রেস ১৮ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে