বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫, ০৪:০৬:২৫

মুজাহিদের সঙ্গে দেখা করতে চায় পরিবার

মুজাহিদের সঙ্গে দেখা করতে চায় পরিবার

নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন ও বিচারের রায় নিয়ে কথা বলতে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে দেখা করতে চায় তার পরিবার। বুধবার মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এ ব্যাপারে আবেদন জানিয়েছেন। তবে তিনি বলেন, 'এটাই শেষ দেখা নয়।' একাত্তরে মানবতাবিরোধী অপরাধে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন বুধবার খারিজ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে তাদের দণ্ড কার্যকরে আর কোনো আইনি বাধা নেই বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অবশ্য তারা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবেন। আলী আহমেদ মাবরুর বলেন, তার (মুজাহিদ) সঙ্গে দেখা করে সার্বিক পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করতে চান স্বজনরা। এ সময়ই প্রাণভিক্ষা চাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেখা করতে না পারলে তারা কীভাবে বুঝবেন যে, তিনি প্রাণভিক্ষা চান কি-না। সে ক্ষেত্রে তারা গণমাধ্যমকেও সত্যটা জানাতে পারবেন না। মাবরুর জানান, এ কারণে বুধবার রিভিউ আবেদন খারিজের পর তিনি (মাবরুর) কারা কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেছেন। সময় চেয়েছেন তার বাবার সঙ্গে দেখা করার জন্য। কারা কর্তৃপক্ষ এখনও এ ব্যাপারে সিদ্ধান্ত জানায়নি। মাবরুর দাবি করেন, তারা ন্যায়বিচার পাননি। তার বাবার কোনো দোষ নেই। বিনা অপরাধে তার বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে করণীয় সম্পর্কেও তারা মুজাহিদের সঙ্গে পরামর্শ করতে চান। তবে এটাই 'শেষ দেখা' নয় বলে মনে করেন তিনি। কারণ হিসেবে তিনি বলছেন, দণ্ড কার্যকরের আগে শেষ দেখার জন্য কারা কর্তৃপক্ষই স্বজনদের সঙ্গে যোগাযোগ করে। ১৯ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/পিবি/পিপি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে