প্রাণভিক্ষার ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে
নিউজ ডেস্ক : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে বলেন, প্রাণভিক্ষার ফাইল ফাইল সচিবালয়ে এসেছে। এখনো আমার কাছে পৌঁছেনি।
জানা গেছে, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের প্রাণভিক্ষার বিষয়ে জানতে মেজিস্ট্রেট খন্দকার মোর্শেতুর রহমান ও তানভীর আহমেদ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে কারাগারে ঢুকেন। সেখানে প্রায় পাঁচ ঘণ্টা তারা অবস্থান করেন। বিকেল ৩টা ২৫ মিনিটে সেখান থেকে তারা বের হয়ে আসেন।
দুই ম্যাজিস্ট্রেট কারাগার থেকে বের হয়ে আসার কিছুক্ষণ আগে প্রাণভিক্ষার আবেদনপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়ে ডেপুটি জেলার সর্বোত্তম দেওয়ান ও আরিফুজ্জামান কারাগারে প্রবেশ করেন।
তবে ম্যাজিস্ট্রেট ও ডেপুটি জেলারের কেউই কোনো বিষয়ে সাংবাদিকদের কাছে মুখ খোলেননি।
এদিকে ২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখতে রাষ্ট্রপতিকে আহ্বান জানিয়েছে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবার।
অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে যুদ্ধাপরাধের ‘ত্রুটিপূর্ণ’ বিচারে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে- এমন অভিযোগ রাষ্ট্রপতির কাছে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার।
২১ নভেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�