রবিবার, ০৮ এপ্রিল, ২০১৮, ০৪:১১:৩২

খালেদার শরীরে এমন কোনো রোগ নেই, যার জন্য বিদেশে নিতে হবে: চিকিৎসক

খালেদার শরীরে এমন কোনো রোগ নেই, যার জন্য বিদেশে নিতে হবে: চিকিৎসক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য গঠিত মেডিক্যাল বোর্ডের সভাপতি অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান শাহীন বলেছেন, খালেদা জিয়ার শরীরে এমন কোনো রোগ নেই, যার জন্য বিদেশে নিতে হবে। তাঁর এদেশে চিকিৎসা করা সম্ভব। তার রিউমেটাল আর্থ্রাইটিস ও অস্টোআর্থ্রাইটিস রয়েছে। আমরা চারজন যে চিকিৎসা দিয়ে এসেছি তাতে তার উন্নতি হবে। এখন তার যে অবস্থা তাতে বিদেশে তার চিকিৎসার দরকার নেই। আজ রবিবার বিভিন্ন গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

শামসুজ্জামান বলেন, আগে থেকেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। তিনি এখন কিছু রোগে ভুগছেন এবং ঔষধও খাচ্ছেন। তার নতুন কিছু রোগও দেখা দিয়েছে, যেমন বাম হাতে ব্যথা, ঝিনঝিন করা, ডান পায়ে ব্যথা এবং কোমরে ব্যথা।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছর সাজা পেয়ে কারাগারে আছেন খালেদা জিয়া। গতকাল তাঁকে বিএসএমএমইউ আনা হয়। সেখানে খালেদা জিয়ার কোমর ও ঘাড়ের এক্স-রে করা হয়। পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে