রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯, ১২:২২:০৬

আবরার হ'ত্যার ক্ষতিপূরণ ও সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আবরার হ'ত্যার ক্ষতিপূরণ ও সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নিউজ ডেস্ক : দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হ'ত্যার ঘটনায় তাঁর পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ চাওয়া হয়েছে রিটে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এই রিট আবেদন করেছেন।

রিটে বিবাদী করা হয়েছে মোট ১৩ জনকে। তাঁদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সভাপতি, বিএনপির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, অর্থ সচিব, বুয়েটের উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

আজ রবিবার দুপুরে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। রিট আবেদনে ছাত্র রাজনীতির পাশাপাশি র‌্যাগিং বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে