মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৩:৩১

যে কারণে স্থগিত হলো বিজিবি-বিএসএফ বৈঠক

যে কারণে স্থগিত হলো বিজিবি-বিএসএফ বৈঠক

ঢাকা : ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের একটি বিমান বিধ্বস্ত হয়ে তিন বিএসএফ সদস্যসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকার পিলখানায় অনুষ্ঠিতব্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের বৈঠক স্থগিত করা হয়েছে। সাম্প্রতিক শীর্ষ জঙ্গিদের হস্তান্তর ও সীমান্তে গরু পাচারের প্রেক্ষাপটে আজ মঙ্গলবার বিএসএফের ২৩ সদস্যের প্রতিনিধি দলের ঢাকায় আসার কথা ছিল। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ঢাকায় আগামীকালের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিএসএফের বৈঠক স্থগিত করা হয়েছে। এর আগে গত আগস্টে বিজিবির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ভারতে গিয়েছিল। ২২ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে