জাফর ইকবালের ৬৪তম জন্মদিন
ঢাকা : মুহম্মদ জাফর ইকবালের আজ ৬৪তম জন্মদিন। তিনি একজন শিক্ষাবিদ, কম্পিউটার বিজ্ঞানী, শিশু-কিশোর ঔপন্যাসিক, সাহিত্যিক, বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক, সমাজ ও রাজনীতির বিশ্লেষক হিসেবে পরিচিত।
জানা যায়, শহীদ মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান আহমদ এবং মা আয়েশা আক্তার খাতুনের ঘর আলোকিত করে তিনি ১৯৫২ সালের ২৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। দেশ-বিদেশ থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে ১৯৯৪ সালে যোগ দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ আলোকিত ও সমৃদ্ধ হয় তার যোগদানের মধ্য দিয়ে।
মুহম্মদ জাফর ইকবালের কর্ম ও খ্যাতির খতিয়ান অনেক দীর্ঘ। তিনি শিক্ষাদানের পাশাপাশি নানা রকম সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত। তার কর্মযজ্ঞ যেমন তাকে ব্যাপক খ্যাতি এনে দিয়েছে তেমনি অর্জনের ঝুলিতে এ জন্য ঢুকেছে অনেক পুরস্কারও। মানুষের ব্যাপক ভালোবাসা তিনি পেয়েছেন। প্রজন্মের কাছে তিনি বাতিঘর। তিনি অত্যন্ত স্পষ্টবাদী এবং প্রতিবাদী। ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিপক্ষে তার অবস্থান অত্যন্ত দৃঢ়।
২৩ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এসএম/ডিআরএ