শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ১১:৩৫:১৩

শীতবস্ত্র দিয়ে মাদ্রাসা পড়ুয়া শীতার্ত শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

শীতবস্ত্র  দিয়ে মাদ্রাসা পড়ুয়া শীতার্ত শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী

এমটিনিউজ২৪ ডেস্ক : চাঁদপুরের শীতবস্ত্র বিতরণ করে মাদ্রাসা পড়ুয়া শীতার্ত শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার বাগাদী দরবার শরীফ সংলগ্ন একটি মাদ্রাসায় চাঁদপুর সেনা ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন কম্বল দেন।

 এসময় লে. কর্নেল মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের যেকোনো পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। শীতের তীব্রতায় কষ্টে থাকা এসব শিশু শিক্ষার্থীদের সামান্য উপহার দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও সেনাবাহিনী মানবিক ও সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকবে।’
 
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মাধ্যমে মানবিক সহায়তা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে