মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ০৬:১৬:০৩

খালেদা জিয়ার মুক্তি নিয়ে যা বললেন মির্জা ফখরুল

খালেদা জিয়ার মুক্তি নিয়ে যা বললেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের মুক্তি দিয়েছে সরকার। এ বিষয়ে দলীয় ফোরাম, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আইনজীবীদের সঙ্গে আলোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, ''আমাদের চেয়ারপারসনের মুক্তির বিষয়ে সরকার শর্ত দিয়েছে। খালেদা জিয়া বিদেশে যেতে পারবেন না। বাসায়ই তার চিকিৎসা নিতে হবে। এর চাইতে আমরা তেমন বেশি কিছু জানি না। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের (তারেক রহমান) সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। এখন আমাদের নেতাকর্মীদের প্রতি অনুরোধ, আপনারা শান্ত হয়ে থাকবেন।''

মঙ্গলবার (২৪ মার্চ) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সব কথা বলেন তিনি। বিএনপির মহাসচিব নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ''আপনার যাতে করোনা ভাইরাসে আক্রা'ন্ত না হন এ বিষয়ে সত'র্ক থাকবেন। এই মুহূর্তে যেটা করা দরকার সেটি হলো- সবাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন। সবাই মিলে আমাদের এই করোনা মো'কাবিলা করতে হবে।''

মির্জা ফখরুল বলেন, ''খালেদা জিয়া দেশে কীভাবে চিকিৎসা করবেন জানি না। এ বিষয়ে আমরা সবাই কথা বলছি। যে অর্ডারটা (আদেশ) হয়েছে, সেটা দেখে তার ওপর ভিত্তি করে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব।'' এর আগে, কারাব'ন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার শর্তসাপেক্ষে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে