সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৯:২৭:৪২

তুর্কি জেনারেল খিলজীর বাংলা বিজয় থেকেই বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের সূচনা : প্রধানমন্ত্রী

তুর্কি জেনারেল খিলজীর বাংলা বিজয় থেকেই বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের সূচনা : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : তুরস্কের আঙ্কারায় বাংলাদেশের দূতাবাস ভবন উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করেন। বাংলাদেশ সময় বিকাল ৫টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এটি উদ্বোধন করেন। 

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলু। ২০১২ সালে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ শুরু হয়। সেসময় এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের ৩ সেপ্টেম্বর ভবন নির্মাণ শেষ হয়।

দূতাবাসের ওই ভবন উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ''আঙ্কারায় এই স্থায়ী দূতাবাস কমপ্লেক্স তুরস্কের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কোন্নয়নে বাংলাদেশের অগ্রা'ধিকা'রকেই প্রকাশ করে। ১৯৭৫ সালে আমার বাবা, মা, ভাইসহ পরিবারের অনেক সদস্যকে হা'রালাম। বাংলাদেশকে ক্ষু'ধা ও দারিদ্র থেকে মু'ক্ত করতে ল'ড়া'ই করে গেছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান।

বাংলাদেশ ও তুরস্কের সম্পর্কের গু'রু'ত্বারো'প করে শেখ হাসিনা বলেন, ''বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক শুরু হয়েছিল ১৯৭৪ সালে, প্রায় ৫০ বছর আগে। অবশ্য আমাদের সম্পর্কের সূচনা ত্রয়োদশ শতক থেকেই, যখন তুর্কি জেনারেল ইখতিয়ারউদ্দীন মুহাম্মদ বখতিয়ার খিলজী বাংলা বিজয় করেন।''

রোহিঙ্গা সং'ক'ট নিয়ে তিনি বলেন, ''রোহিঙ্গা সং'ক'ট নির'সনে আপনারা যেই সমর্থন দিয়েছেন, আমরা সেই সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু আমি মনে করি, প্রায় তিন বছর হয়ে গেছে তাই রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে ফিরে যাওয়া উচিত। তুর্কি সরকার এই ইস্যুতে ভূমিকা রাখতে পারে।''

তুরস্কের আঙ্কারার বাংলাদেশ মিশন জানায়, আঙ্কারার বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণে বরাদ্দ ছিল ৪৫ কোটি ৭৬ লাখ টাকা। তবে ভবনটি নির্মাণে ২ কোটি ২৬ লাখ টাকা কম ব্যয় হয়েছে। ওই টাকা বাংলাদেশ সরকারের কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে রোববার তুরস্কে যান। চার দিনের সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন বলে সূত্র জানিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে