বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৪৭:৫২

জেদ্দা-আবুধাবি যেখানেই গোপন বৈঠক হয়, সব খবরই সরকার পায় : ওবায়দুল কাদের

জেদ্দা-আবুধাবি যেখানেই গোপন বৈঠক হয়, সব খবরই সরকার পায় : ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ''ষ'ড়য'ন্ত্র করাই বিএনপির রাজনৈতিক দর্শন। বিএনপি নেতারা বিদেশে বসে সরকার প'তনের জন্য ষ'ড়য'ন্ত্র করে, আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে, এটা তাদের ষ'ড়য'ন্ত্রের রাজনীতির অংশ।''

তিনি বলেন, ''বিএনপি এবং সা'ম্প্রদা'য়িক অ'পশ'ক্তি একটি বিদেশি সংস্থার সঙ্গে গো'পনে বৈঠক করে সরকার প'ত'নের ষ'ড়য'ন্ত্র করছে বলে গণমাধ্যমে সংবাদ এসেছে। তারা বিদেশে বসে সরকার প'তনের ষ'ড়য'ন্ত্র করে, আবার দেশে নির্বাচনে অংশগ্রহণের কথা বলে। এ থেকে বিএনপি ও দ্বি-চা'রিতা এবং ষ'ড়য'ন্ত্রের রাজনীতি স্পষ্ট হয়। মুখে নির্বাচন আর গণতন্ত্র অন্তরে দ্বি-চারিতা আর ষ'ড়য'ন্ত্র। এটাই বিএনপির রাজনৈতিক দর্শন।

বুধবার ক্রসবর্ডার রোড নেটওয়ার্ক উন্নয়ন প্রক'ল্পের অ'গ্রগতি প'র্যালো'চনা সভায় এসব কথা বলেন। সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই সভায় যু'ক্ত হন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কখনো জেদ্দা, কখনো আবুধাবি- যেখানেই গো'পন বৈঠক করুক, সব খবরই সরকার পায়। আমরা বলতে চাই, গো'পন বৈঠক আর ষ'ড়য'ন্ত্র করে কোনো লাভ নেই। রাজনীতি করতে হবে জনগণের জন্য। জনগণের মন জয় করুন। সরকার করতে চাইলে জনমানুষের কাছে আসুন, বিদেশি শক্তি বা সংস্থার কাছে নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে