বুধবার, ১৪ অক্টোবর, ২০২০, ০৩:২০:০১

বেশি দামে আলু পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরি'মানা, শুরু হলো অভি'যান

বেশি দামে আলু পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরি'মানা, শুরু হলো অভি'যান

নিউজ ডেস্ক : পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও হঠাৎ করে কোনো কারণ ছাড়াই লাফিয়ে বাড়ছে আলুর দাম। মাসের ব্যবধানে আলুর দাম দ্বিগুণ বেড়ে এখন খুচরা বাজারে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে আলুর দাম নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অধিদফতরের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন জানান, আলু, পেঁয়াজ, চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রি হচ্ছে কি-না, তা মনিটরিং করতে অধিদফতরের পাঁচটি টিম রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে অভি'যান পরিচালনা করছে। এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার মনিটরিংয়ের দুটি টিম কাজ করছে। যারা অনৈতিকভাবে বাজারে নিত্যপণ্যের দাম বাড়াবে তাদের বিরু'দ্ধে আইন অনুযায়ী জ'রিমানা ও শা'স্তির ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রাজধানীর কারওয়ান বাজারে অভি'যান পরিচালনা করছেন সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক ও মাগফুর রহমান। তারা জানান, আজকে কারওয়ান বাজারে পাইকারি প্রতিকেজি আলু ৪২ টাকায় বিক্রি হচ্ছে। তবে অভি'যানকালে অনেক পাইকারি আলু বিক্রেতাকে পাওয়া যায়নি। তাদের মূল্য তালিকায় ৪২ টাকা লেখা আছে। সম্ভবত অভি'যানের খবর শুনে দোকান রেখে পালিয়ে গেছেন তারা। অভি'যানকালে বেশি দামে আলু পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জ'রিমানা করা হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে