রবিবার, ১৫ নভেম্বর, ২০২০, ০৬:০২:২৩

বিএনপি আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে : তথ্যমন্ত্রী

বিএনপি আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক : বিএনপি আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে। করোনাদুর্গতদের পাশে না দাঁড়িয়ে তারা যাত্রীবাহী বাসে আগুন দেওয়া শুরু করেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রবিবার সচিবালয়ে পিআইডি সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয়ে আয়োজিত মতবিনিময়সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, 'দেশের প্রতিটি মানুষ করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং করোনা মোকাবেলায় যখন সবাই হিমশিম খাচ্ছে, সেই পরিস্থিতিতে বিএনপি দুর্গতদের পাশে না দাঁড়িয়ে যাত্রীবাহী বাসে আগুন দেওয়া শুরু করেছে।'

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি আবার সেই পুরনো খেলায় মেতে উঠেছে। অর্থাৎ মানুষ ও বাস পোড়ানোর খেলায় মেতে উঠেছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ও নিন্দনীয়। বিএনপি অপরাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। বিএনপির পক্ষ থেকে আমরা শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা দেখতে পাচ্ছি। তারা নিজেরাই বাসে আগুন দিয়ে আবার এটার জন্য নানা কর্মসূচি ঘোষণা করেছে, যা অত্যন্ত হাস্যকর। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ভিডিও ফুটেজ দেখেই গ্রেপ্তার করা হয়েছে। 

হাছান মাহমুদ বলেন, অনেককে সন্দেহজনকভাবে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বেশির ভাগই বিএনপির সঙ্গে জড়িত। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন মিতা রায় চৌধুরীর সঙ্গে তাদের নেত্রী ফরিদা বেগমের যে কথোপকথন। যুবদলের ছেলেরা বাসে আগুন দিয়েছে। প্রথম বাসে আগুন দেওয়ার ঘটনাটি বিএনপির কার্যালয়ের সামনে একটি সরকারি বাসে আগুন দেওয়া হয়েছে। সুতরাং এই অপরাজনীতি যারা করে তারা কখনো জনগণের রাজনৈতিক দল হতে পারে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে