বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০, ১০:১৮:৩২

শৈত্যপ্রবাহ শেষ হতে না হতেই আবারো দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

শৈত্যপ্রবাহ শেষ হতে না হতেই আবারো দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্ক : সারাদেশেই চলছে শৈত্যপ্রবাহ। গত দুই দিনে বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়লেও তা আবার কমতে শুরু করেছে। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী শুক্র বা শনিবার থেকে আবারো সারাদেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাবে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, গত দুদিন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামী সপ্তাহে আবারো দেশের উত্তরাঞ্চলসহ মধ্যাঞ্চল আর দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরুর আশঙ্কা আছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে