মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ০৭:১৫:১৩

বিশ্বভারতীর গরিমায় ভাগ বসাতে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র চর্চার ঘোষণা মমতার

বিশ্বভারতীর গরিমায় ভাগ বসাতে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র চর্চার ঘোষণা মমতার

আন্তর্জাতিক ডেস্ক : মুখে একটিবারের জন্যও উচ্চারণ করেননি, কিন্তু বিশ্বভারতীর অদূরে বিশ্ব বাংলা বিশ্ব বিশ্ববিদ্যালয় যে  বিশ্বভারতীর প্রতিদ্বন্দ্বী হবে তা মমতা ব্যানার্জীর ঘোষণায় প্রকট। তিনি বোলপুরে বলেছেন,  রবীন্দ্রনাথের মুক্ত শিক্ষার  আদর্শ নিয়ে এই বিশ্ববিদ্যালয় চলবে। প্রথম উপাচার্য হিসেবে মনোনীত হয়েছেন বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য স্বপন দত্ত। 

ইতিমধ্যে এই বিশ্ববিদ্যালয় এর সত্তর শতাংশ পরিকাঠামোগত কাজ শেষ হয়ে গেছে। ছাত্রীদের হোস্টেল, স্পোর্টস কমপ্লেক্স,  পঠন পাঠন বিভাগ সব তৈরি। স্বপন বাবু জানান, এই জানুয়ারিতেই বাংলা, ইংরেজি ও দর্শন বিভাগের স্নাতকোত্তর ক্লাস শুরু হবে অনলাইন পদ্ধতিতে। প্রচুর আবেদনপত্রও এসেছে। মুখ্যমন্ত্রী জানান, রবীন্দ্রনাথের গান, সাহিত্য, তার মননের চর্চা হবে এই বিশ্ববিদ্যালয়ে।  

অর্থাৎ, শান্তিনিকেতন আর বিশ্বভারতীর একার থাকলোনা। তার গরিমায় ভাগ বসাতে এলো বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির বক্তব্য এবং মুখ্যমন্ত্রী মমতাকে আমন্ত্রণ না জানানোর অভিযোগ ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহও তৈরি হয়েছে। চলছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির চাপান-উতর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে