নিউজ ডেস্ক: বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান মে দিবস পালন করেছে শ্রমিক সংগঠনগুলো। লাল পতাকা র্যালি, সভা ও সমাবেশের মধ্যদিয়ে বরিশালে শনিবার (১ মে) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত শ্রমিক সংগঠনগুলো নগরীতে এসব কর্মসূচি পালন করে।
আজ সকাল ১০টার দিকে নগরীর নাজির মহল্লার এলাকায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা কমিটি, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন, বরিশাল মহানগর দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটি, বরিশাল জেলা প্রেস শ্রমিক ইউনিয়ন, বরিশাল জেলা রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে গণজমায়েত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রমিক নেতা এম এ জলিলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শ্রমিক নেতা এ কে আজাদ, আলাউদ্দিন মোল্লা, কবি অপূর্ব গৌতম, স্বপন দত্ত, জোছনা বেগম, তুষার সেন প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, ৮ ঘণ্টা শ্রম সময় কার্যকর এবং অতিরিক্ত কাজের জন্য ওভারটাইম দিতে হবে। মে দিবসে সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, কলকারখানা, দোকানপাট, শিল্পপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে, বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে বাঁশখালী, রানা প্লাজা, তাজরিন গার্মেন্টসসহ সব শ্রমিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং আইএলও কনভেনশনের ১২১ অনুচ্ছেদ অনুযায়ী নিহত ও আহত শ্রমিকদের ক্ষতি পূরণ দিতে হবে। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের সরকারি তালিকাভুক্ত করতে হবে এবং ষাটোর্ধ্ব শ্রমিক কর্মচারীদের পেনশন দিতে হবে।
তারা আরও বলেন, ঈদের ১০ দিন আগে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস প্রদান, লকডাউনে কর্মহীন শ্রমিকদের খাবারের ব্যবস্থা নিশ্চিতকরতে হবে। সব মানুষের জন্য বিনামূল্যে করোনা পরীক্ষা, চিকিৎসা, ভ্যাকসিন এবং দেশের সব হাসপাতালে প্রয়োজনীয় সেন্ট্রাল অক্সিজেন বেড ও আইসিইউ বেড নিশ্চিত করতে হবে।