নিউজ ডেস্ক: এবার গনপরিবহন চালুর দাবিতে ৪ মে পর্যন্ত সরকারকে আল্টিমেটাম চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক সমিতির। এদিন স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুসহ ৩ দফা দাবিতে রাজধানীর সায়েদাবাদে বিক্ষোভ মিছিল করছে পরিবহন শ্রমিকরা।
আজ রোববার (২ মে) সকাল ১০টার পর থেকে সায়েদাবাদ বাস টার্মিনালে জড়ো হতে থাকে পরিবহন শ্রমিকরা। জানা যায়, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত সারা দেশে ২৪৯টি পরিবহন শ্রমিক ইউনিয়ন এ আন্দোলন কর্মসূচি পালন করছে আজ। এছাড়া ৪ মে সারাদেশে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে।