রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি শুরু হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকার কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সামনে আরও দুই দিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার আগাম পরিস্থিতি তুলে ধরতে আবহাওয়া অধিদফতরে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, চলতি মাসে দেশের আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন দেখা যাবে। এ মাসে একদিকে আকস্মিক বন্যা, নিম্নচাপ, ঘূর্ণিঝড় ও শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আভাস আছে, আবার অন্যদিকে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত ও তীব্র দাবদাহও দেখা দিতে পারে।