মহামা'রি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মা'রা গেছেন আরও ৭৭ জন। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনা'ক্ত হয়েছেন আরও ৪৩৩৪ জন। আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞ'প্তিতে এই ত'থ্য জানানো হয়।
এর আগে, গতকাল শুক্রবার করোনায় মৃ'ত্যু হয় ১০৮ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনা'ক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন।